DESH-BIDESH WEB PORTAL
Information about Monkey Pox
Update: 2022/5/22: সারা বিশ্ব থেকে করোনা মহামারী এখনো বিদায় নেয়নি। আর জাপানে তো এখনো চলছে ওমিক্রন সুনামি; এখনো জাপানে প্রতিদিন প্রায় ৩০,০০০-৪০,০০০ জন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং ৩০-৫০ জন করে করোনা রোগী মারা যাচ্ছে। এরই মধ্যে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেশে-বিদেশে মানুষের মধ্যে শংকা তৈরি করেছে।
মাঙ্কিপক্স হলো ভাইরাসজনিত একটি বিরল রোগ। ১৯৫৮ সালে এর প্রথম প্রাদুর্ভাব দেখা যায়।  এ বছর এ পর্যন্ত ১২টি দেশে ৮০জন মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে দেশে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ছে। এটার উপসর্গ প্রায় গুটিবসন্তের (smallpox) মত। এটা শুরু হয় জ্বর,মাথা ব্যথা, মাংস পেশীর ব্যথা,পিঠে ব্যথা, লসিকাগ্রন্থির (lymph node) ফুলে যাওয়া,শীত শীত ভাব,পরিশ্রান্ত পরিশ্রান্ত ভাব উপসর্গ দিয়ে।  ১-৩ দিন পরে মুখমন্ডলে,গায়ে,মুখের ভিতরে ও হাত-পায়ের তালুতে ফুসকুড়ি বের হওয়ার উপসর্গ দেখা দেয়।
মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর অসুস্থতা দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ ধরে থাকে। আফ্রিকার সংক্রমণের তথ্য অনুযায়ী মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর মৃত্যুহার প্রায় ১০%। মাঙ্কিপক্স খুবই ছোঁয়াচে রোগ; মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি,পশু কিংবা এদের সংক্রামিত পদার্থের সংস্পর্শে আসলে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মাঙ্কিপক্সের চিকিৎসায় গুটিবসন্তের ওষুধ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 
সবাই সাবধানে থাকুন এবং সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য জানার চেষ্টা করুন।
তথ্যসূত্রঃ CDC | WHO

Copyright@Desh-Bidesh Web Portal. All Rights Reserved. Last update: 2022/5/22 21:27 (Tokyo Time)